পাঁচটি ভোটার আইডি কার্ড একজনের নামেই ! কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন
বেস্ট কলকাতা নিউজ : কেরালার একটি অদ্ভুত ঘটনা সামনে এসেছে বিধানসভা নির্বাচনের পূর্বে। পাঁচটি ভোটার কার্ড পাওয়া গেছে কসরগোদ জেলার উদমায় এক ব্যক্তির নামে , ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে।তার পরে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে নির্বাচন অফিসারকে। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক টিকা রাম মীনা এই বিষয় জানিয়েছেন যে সিস্টেমে ৫ টি কার্ড পাওয়া গিয়েছে ৬১ বছরের ভোটার কুমারীর নামে। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে উডুমার সহকারী নির্বাচনী নিবন্ধন অফিসারকে। তবে তিনি এও জানিয়েছেন, ওই কার্ডগুলির মধ্যে ইস্যু করা হয়েছিল একটি মাত্র কার্ড এবং বাতিল করা হয়েছে বাকি চারটি কার্ড।
বিরোধীদলের নেতা রমেশ চেন্নিথালা অনিয়ম সম্পর্কে অভিযোগ এনেছেন ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে। এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক টিকা রাম মীনা বলেন যে, কড়া নজরজারি চলছে এই বিষয়ে। এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে দুটি ভোটার কার্ড থাকার ৫৯৯টি ঘটনা। তবে এটি নতুন নয়। বিভিন্ন কারণে আমরা এমন দেখতে পাই অনেক রাজ্যেই ।৫টি ভোটার কার্ট পাওয়ার ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, এ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও রাজনৈতিক উদ্দেশ্য সামনে আসেনি। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভোটার কার্ড দেওয়ার ক্ষেত্রে আগামীদিনে কোনো অনিয়ম হলে।