দৈনিক করোনা সংক্রমণ এগোচ্ছে ৫০,০০০-র দিকে, উদ্বেগে দিল্লি বন্ধ করল হোলি, বাড়ছে মৃত্যুও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আরও বৃদ্ধি পেলো দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। দেশে করোনা ভাইরাসে ৪৭,২৬২ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। ১,১৭,৩৪,০৫৮ জন হয়েছে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে। পরিস্থিতি সামাল দিতে নতুন করে তত্‍পর হয়েছে এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও । একাধিক রাজ্যকে নতুন করে গাইডলাইন পাঠানো হয়েছে। মাইক্রো কন্টেইনমেন্ট জোন করার কথা বলা হয়েছে।

করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও ফের নতুন করে তত্‍পর হয়েছে করোনা সংক্রমণ বেড়ে চলায়। দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন মারা গিয়েছেন করোনা সংক্রমণে। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬০,৪৪১ জন। আগে থেকেই সতর্ক হয়ে গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা টিকা দিতে হবে ৪৫ বছর বয়সের উর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদেরকে। ১ এপ্রিল থেকেই গোটা দেশে এই করোনা টিকাকরণ শুরু হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।এদিকে রাজধানী দিল্লিতে হোলির সবরকম অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে করোনা সংক্রমণ বাড়তে পারে এই আশঙ্কায়। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনকি সবে বরাতের জমায়েত এবং নবরাত্রির অনুষ্ঠানেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *