প্রবেশদ্বার খুলে গিয়েছে পাতাল লোকের ! লোকজনের ভিড় জমছে পিল পিল করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : খুলে গিয়েছে পাতাল লোকের দরজা। একবার পা দিলেই কোন অতলে পৌঁছে যাবেন, তার ঠিক নেই। আর এই পাতাল লোকের প্রবেশ পথ দেখতেই ভিড় জমাচ্ছেন মানুষ। এই পাতাল লোকের প্রবেশ পথের দেখা মিলেছে লখনউয়ের বিকাশ নগরে। সেখানে পাওয়ার হাউস রোডে একটি রাস্তায় ১৫ থেকে ২০ ফুট বিশাল ও গভীর গর্তের সষ্টি হয়েছে। গাড়ি চলাচলে রাস্তায় যে গর্ত হয়, সেরকম নয়। আসলেই তৈরি হয়েছে সিঙ্ক হোল। আর এই সিঙ্ক হোল নিয়েই শুরু হয়েছে হইচই। যে কোনও মুহূর্তেই এই সিঙ্ক হোল বা গর্তে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

জানা গিয়েছে, এর আগেও এই রাস্তার তিন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছিল। এবার রাস্তার মাঝের অংশটাই ধসে গেল পুরোপুরি। তৈরি হয়েছে সিঙ্ক হোল। আপাতত পুরসভার তরফে এই রাস্তায় চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বড় দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভরদুপুরে যখন সিঙ্ক হোল তৈরি হয়, তখন আশপাশ দিয়ে গাড়ি-বাইক যাতায়াত করছিল। যেকোনও মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারত। কপাল জোরে এক বাইক আরোহী বেঁচে গিয়েছেন।তাদের আরও অভিযোগ, গত বছরও খানাখন্দে ভরে গিয়েছিল রাস্তা। গর্তে পড়ে গাড়ির চাকা আটকে গিয়েছিল। এরপরও সরকারের টনক নড়েনি। বর্ষা আসতেই রাস্তার আরও বেহাল দশা হয়েছে। এদিকে পুরসভার তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় সিঙ্ক হোলটি সারানোর কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *