বিজেপি বিরোধী সকলেই সমর্থন করুন অখিলেশের দলকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র কড়া বার্তা লখনউ যাওয়ার আগে
বেস্ট কলকাতা নিউজ : তৃণমূল নেত্রী ফের উত্তরপ্রদেশ উড়ে যাচ্ছেন অখিলেশের পাশে দাঁড়াতেই। সেখানে তাঁর রয়েছে একগুচ্ছ কর্মসূচিও । আর উত্তরপ্রদেশের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হন দমদম বিমানবন্দরে।এমনকি বিজেপি বিরোধী কড়া বার্তাও দিলেন দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ।তিনি বলেন , ”আমি চাই সমাজবাদী পার্টি জিতুক, বিজেপি হারুক। আমি যাচ্ছি অখিলেশের আমন্ত্রণে ওদের হয়ে প্রচার করতে । জোটে লড়লে ভাল হতো, কিন্তু এখন জোট কেটে আর লাভ নেই। বিজেপি বিরোধী সকলেই সমর্থন করুন অখিলেশের দলকে।”বিমানবন্দর থেকে তিনি এও বললেন, ”অখিলেশরা ক্রমাগত লড়ছেন বিজেপির বিরুদ্ধে। আমি যাচ্ছি ওদের সমর্থনে প্রচার করতে । ওদের হাত শক্ত করতে যাচ্ছি।” পাশাপাশি বিজেপি বিরোধী দলগুলির কাছে তাঁর আরও আহ্বান, সমাজবাদী পার্টিকে সমর্থন করুন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে।
একই সঙ্গে জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে পুরভোটের প্রার্থী তালিকা ঘিরেও। দলেরই একাংশ ক্ষোভ উগরে দিচ্ছে প্রার্থী পছন্দ না হওয়ায়। সরব হয়েছেন এমনকি দলের নেতাদেরও একাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিলেন এই পরিস্থিতিতে । সোমবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বিক্ষুব্ধদেরও বার্তা দিলেন উত্তরপ্রদেশে যাওয়ার আগে । প্রার্থী নিয়ে অসন্তোষের প্রশ্নে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সবাইকে খুশি করা যাবে না, পার্থ-বক্সির দেওয়া তালিকাই চূড়ান্ত”।যদিও তালিকা নিয়ে কিছু কনফিউশন থাকলেও তা মিটে গিয়েছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন ।