মহারাষ্ট্রে শিশুদের ভুল করে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হল পোলিওর জায়গায়
বেস্ট কলকাতা নিউজ : ১২টি শিশুকে ভুল করে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হল পোলিও টিকার পরিবর্তে । একেবারে চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের যওয়তমালে। আরও জানা গেছে ওই শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নীচে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভুল করে স্যানিটাইজার খাইয়ে দেওয়ার পর।এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন যওয়তমাল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল এমনকি বরখাস্তও পর্যন্ত করেছেন ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মী, চিকিত্সক এবং আশাকর্মীকেদেরকেও। পাঞ্চাল এও জানিয়েছেন, শিশুরা ভাল আছে হাসপাতালে চিকিত্সার পর।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি রামনাথ কোবিন্দ পাঁচ বছরের নীচের শিশুদের পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন রাষ্ট্রপতি ভবন থেকেই। তিনি এও জানান প্রায় ১০ বছর হল, ভারতে কোনও পোলিও রোগের ঘটনা ঘটেনি বলে। তা সত্ত্বেও রাষ্ট্রপতি তাই জোর দিয়েছেন পাকিস্তান, আফগানিস্তানের মতো পড়শি দেশ থেকে যাতে ফের এই রোগ না ঢুকে পড়ে, তারই সতর্কতা অবলম্বনে। তাঁর ভাষণের একদিন পরেই সামনে এল এমন গাফিলতির ঘটনা।