মুখ্যমন্ত্রী সামিল হবে এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার সূচনায়
বেস্ট কলকাতা নিউজ : চলতি মাসের ২৮ তারিখ উদ্বোধন হবে তিলোত্তমা কলকাতা মহানগরীর ঐতিহ্যবাহী পুস্তকমেলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করবেন ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার । এবছর থিম কান্ট্রি – প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। সিটি অফ জয় কলকাতার অদূরে সল্টলেক। আদতে বিধাননগর। মেলা আয়োজন করা হয়েছে করুণাময়ীর নিকটে সেন্ট্রাল পার্কের মাঠে। এই মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত । করোনার প্রেক্ষিতে মান্যতা দেওয়া হবে সরকারি বিধিকে। মাস্ক ছাড়া মেলায় প্রবেশ নিষেধ থাকবে। আগামী ৩ এবং ৪ মার্চ বাংলাদেশ দিবস পালন করা হবে।
৬ মার্চ শিশু দিবস পালন করার কথা জানান গিল্ড। পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড এর সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এ কথা বিস্তারিত ভাবে জানায় কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিনিধিও।