তুমুল উত্তেজনা আসানসোলে, অভিযোগ বহিরাগতদের জমায়েতের, ঘটনাস্থলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অভিযোগ আসতে শুরু করেছে ভোট শুরু হতেই। কখনও ভুয়ো ভোটার, কখনও বিরোধীদের উপর শাসকদলের হামলা, আবার কখনও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে শিলিগুড়ি, আসানসোল এবং বিধাননগর থেকে। এদিকে বহিরাগতদের জমায়েতের অভিযোগ উঠেছে আসানসোলের ৭৯ নং ওয়ার্ডে । এরা সকলেই ভুয়ো ভোটার বলে জানা গেছে ।এমনকি তুমুল উত্তেজনা আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডেও । জিতেন্দ্র তিওয়ারিকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। ২৭ নম্বর ওয়ার্ডে এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারিও ২৭ নম্বর ওয়ার্ডে বুথে ঢোকার চেষ্টা করেন বুথ জ্যাম করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করে ।বচসা বাধে জিতেন্দ্র তিওয়ারির এলাকার মানুষ ও পুলিশের মধ্যেও ।

চৈতালি তিওয়ারি নির্বাচনী এজেন্টের কাজ করছেন। তিনি অভিযোগ করেছেন এলাকায় অবৈধ জমায়েত হচ্ছে খোদ পুলিশের সমানে। এই নিয়ে জিতেন্দ্র তিওয়ারির তুমুল বচসা বাধে পুলিশের সঙ্গে। অভিযোগ পুলিশ তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় বলেও । ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কমিশনের কাছে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে। ভোট পরিদর্শনে গিয়ে প্রবল বিক্ষোভের মুখেও পড়েন জিতেন্দ্রী তিওয়ারি ও তাঁর স্ত্রী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি। তাঁরা পড়েন তৃণমূলের একাংশের বিক্ষোভের মুখেও । পুলিশের সঙ্গেও বচসা বাধে জিতেন্দ্র ও তাঁর স্ত্রীয়ের। ঘটনাকে ঘিরে তুমুল ছড়ায় উত্তেজনা আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের হাজি কদমস্কুলের বুথে। এদিকে এলাকার পরিস্থিতিও উত্তপ্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *