মুর্শিদাবাদের মানসিক ভারসাম্যহীন যুবতী অবশেষে ঘরে ফিরল পুলিশের সহযোগিতায়
বেস্ট কলকাতা নিউজ : ফের আমজনতা দেখল পুলিশের মানবিক মুখ। পুলিশ রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে উদ্ধার করে তাকে ফিরিয়ে দিল নিজের বাড়িতেই। জানা গেছে উত্তর ২৪ পরগনার বারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা রবিবার মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেন নোয়াপাড়ার ইছাপুর মানিকতলা এলাকার রাস্তা থেকে উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন ওই যুবতীর নাম টুনটুনি খাতুন । গত ৬ ফেব্রুয়ারি ওই যুবতী নিখোঁজ হয়ে যায় মুর্শিদাবাদের রঘুনাথ গঞ্জের কাঁদি কলা গ্রাম থেকে।
নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা ওই যুবতীকে রবিবার উদ্ধার করে থানায় নিয়ে আসেন ইছাপুর মানিকতলা এলাকায় ঘোষপাড়া রোডের পাশে পড়ে থাকতে দেখে। মানসিক ভারসাম্যহীন হলেও ওই যুবতী কে বার বার জিজ্ঞাসাবাদের পর নোয়াপাড়া থানার পুলিশকে সে জানায় সে মুর্শিদাবাদ থেকে লালগোলা ট্রেনে উঠে ইছাপুর চলে এসেছে। এরপরই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা। ওই থানায় আগেই বাড়ির মেয়ে হারিয়ে যাওয়ায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল টুনটুনি খাতুনের বাড়ির লোকজন। এরপরেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ কাঁদি কলা গ্রামে গিয়ে টুনটুনির পরিবারকে জানায় নোয়াপাড়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করতে।