শুরু হল রাষ্ট্রপতি নির্বাচনের গণনা , বিকেলেই জানা যেতে পারে চূড়ান্ত ফল
বেস্ট কলকাতা নিউজ : কে হবে দেশের পরবর্তী প্রথম নাগরিক? আজ বৃহস্পতিবারই জানা যাবে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু কিংবা বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে কে হতে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের যোগ্য উত্তরসূরি। সোমবার হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হবেন ১৬তম রাষ্ট্রপতি ভোটে বিজয়ী প্রার্থী । কারণ, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ জয়ী হয়েছিলেন পর পর দু’বার (১৯৫২ এবং ১৯৫৭) নির্বাচনে।
এদিকে পূর্ব নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার সংসদ ভবনে ১৬তম রাষ্ট্রপতি ভোটের গণনাপর্ব শুরু হল বেলা ১১টায়। দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী জোটের যশবন্ত সিনহার মধ্যেই কে হতে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরি। ভোটের ফল জানা যেতে পারে বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টে নাগাদ। প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ।