সাইরাস মিস্ত্রি আগ্রহী নন পুনরায় টাটা গোষ্ঠীতে দায়িত্বে ফিরতে
বেস্ট কলকাতা নিউজ : সাইরাস মিস্ত্রি আগ্রহী নন পুনরায় টাটা গোষ্ঠীর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরতে।পাশাপাশি তিনি আর ডিরেক্টর হতে চান না টিসিএস সহ টাটা গ্রুপের অন্যান্য কোম্পানি গুলিতেও। একথাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সাইরাস মিস্ত্রি।সাইরাসের আরও বক্তব্য, তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত স্বার্থের চেয়ে টাটা গ্রুপ এর স্বার্থ। সম্প্রতি এনসিএলটির নির্দেশ তাকে চেয়ারম্যান পদে পুনরায় ফেরানোর পক্ষে রায় দিলেও, টাটা সন্স এবং এইগ্রুপের অন্যান্য কোম্পানিতে ফিরতে তিনি আর কোনো রকম ভাবেই রাজি নন। তবে তিনি এও জানিয়েছেন, টাটা সন্সের পরিচালনা পর্ষদের একটি আসন চাইবেন তার জন্য। তার উদ্দেশ্য এই গোষ্ঠীর গভর্নেন্সের মানোন্নয়ন ঘটানো।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর এনসিএলটি নির্দেশ দিয়েছিল টাটা সন্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্বহালের জন্য।এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছিল টিসিএস ,টাটা সার্ভিসেস এবং টাটা ইন্ডাস্ট্রিজ এর ডিরেক্টর পদে ফেরানোর ব্যাপারেও।২০১২ সালের ডিসেম্বরে সাইরাস মিস্ত্রি বসেন টাটা সন্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে । কিন্তু কয়েক বছর পর তাকে সরিয়ে দেওয়া হয় ওই পদ থেকে । এর কিছুদিন পর এন চন্দ্রশেখরনকে আনা হয় ওই পদে। কিন্তু সম্প্রতি এনসিএলটি রায়ে বেআইনি বলেছে চন্দ্রশেখরনের নিয়োগকে।