অবশেষে ইডি বাজেয়াপ্ত করল কয়লাকাণ্ডে জড়িত বিনয় মিশ্রর রাসবিহারীর বাড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শাসক দলের যুব নেতা বিনয় মিশ্র চরম বিপাকে পড়লো গরু ও কয়লা পাচারকাণ্ডে। অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার বাজেয়াপ্ত করল বিনয় মিশ্র ও তার ভাই বিকাশ মিশ্রের বেশকিছু সম্পত্তি। রাসবিহারীতে বিনয় মিশ্রের একটি বাড়িও রয়েছে ওইসব সম্পত্তির মধ্যে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, অ্যাটাচ করা হয়েছে বিনয়ের রাসবিহারীর ১ নম্বর ধর্মদাস রোডের বাড়ি। গতকালই বেরিয়েছে সেই অর্ডার । ইডি-র আরও দাবি, ২০১৭-র মে মাসে সাড়ে ৩ কোটি টাকায় কেনা হয় ওই বাড়ি অনন্ত ট্রেড কম প্রাইভেট লিমিটেডের নামে। তাদের অভিযোগ, বিনয় ও তাঁর ভাই বিকাশ গরু ব্যবসায়ী এনামুল হকের থেকে প্রায় ৬ কোটি টাকা পেয়েছিলেন ২০১৬-র অক্টোবর থেকে ২০১৭ সালের মার্চের মধ্যে। সেই টাকা থেকেই অনন্ত ট্রেড কমের শেয়ার কিনেছিলেন দুই ভাই । ইডি সূত্রে দাবি পরে অনন্ত ট্রেড কমের নামে বাড়িটি কেনা হয় বলেই । উল্লেখ্য, এর আগেই সিআরপিকে সঙ্গে নিয়ে সিবিআই তল্লাশি চালিয়েছিল বিনয় মিশ্রের এই রাসবিহারী অ্যাভিনিউ এবং কালীঘাট মন্দির সংলগ্ন তিনটি বাড়ি ও অফিসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *