অশোকনগরে কৃষকদের বিক্ষোভ ও অবরোধ ওএনজিসি’কে দেওয়া জমির ন্যায্য মূল্য ফেরতের দাবি নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর এলাকা একরকম উওাল হয়ে উঠল ওএনজিসি-তে স্থায়ীভাবে চাকরি এবং কৃষকদের কাছ থেকে নেওয়া জমির ন্যায্য মূল্য পাওনার দাবিতে এবার কৃষকদের বিক্ষোভ এবং রাস্তা অবরোধের জেরে ।প্রসঙ্গত , অভিযোগ উঠেছে ওএনজিসি উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকার যে জমিতে তৈল ভান্ডার খুঁজে পেয়েছে, সেই জমি দাতাদের ন্যায্য মূল্য দেওয়া হয়নি এবং কোনও স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়নি বলেও। সোমবার এই ঘটনারই প্রতিবাদে এদিন সকাল থেকে স্থানীয় কৃষকরা বিক্ষোভ দেখান অশোকনগরে হাবরা-নৈহাটি রোডের ওএনজিসির অধিগৃহিত জমির সামনে।

কৃষকদের আরও দাবি, অশোকনগর বাইগাছি মৌজার শ্রমলক্ষ্মী কলোনীতে দীর্ঘদিন ধরে বসবাসরত কৃষকরা জমি দিয়েছিলেন ওএনজিসি-ক। সেই জমিতেই বর্তমানে সন্ধান পাওয়া গিয়েছে খনিজ তেল ও গ্যাসের, এমনটাই দাবি করেছেন ওএনজিসি আধিকারিকরা। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বার্তায় এও জানিয়েছেন, প্রাকৃতিক খনিজ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে অশোকনগর এলাকায়। তাই তিনি দ্রুত পরিদর্শনে আসবেন অশোকনগর এলাকায়। এদিকে বেশ কিছুদিন ধরে এলাকার কৃষকরা জমির মালিকরা সহ তাঁদের ন্যায্য দাবী এবং স্থায়ী চাকরির আশায় হাজির হচ্ছেন বিভিন্ন দফতরে। কিন্তু সুরাহা মিলেনি কোনও রকমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *