কম যাত্রী সংখ্যা, তাই কলকাতা ও শহরতলিতে অপর্যাপ্ত বেসরকারি বাসের পরিমাণও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একদিকে চলছে বিস্তর আলাপ আলোচনা। জুলাই মাসে সমস্ত বেসরকারি বাস সংগঠন রাস্তায় বাস নামিয়েছে যুক্তি আর পাল্টা যুক্তির মধ্যেই। তারই মধ্যে ফের শহরে বেসরকারি বাস কমতে শুরু করে দিল লকডাউন আর কন্টেইনমেন্ট জোনের কারণে । সপ্তাহের প্রথম দিন যে সংখ্যক বেসরকারি বাস পথে নেমেছে ১৫০০ এর কাছাকাছি তার সংখ্যাটা। বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী হচ্ছে না এই সংখ্যক বাসেও। ফলে তারা নিজেরাই সংশয়ে রয়েছেন আগামী বেশ কয়েকদিন রাস্তায় আদৌ বাস নামানো যুক্তিযুক্ত হবে কিনা তা নিয়েও।

বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা আরও জানাচ্ছেন, কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিদিন ক্রমশ বাড়ছে। ফলে যাত্রীরা কম বেরোচ্ছেন রাস্তায়। এই রূপ পরিস্থিতিতে জোর করার কোনও প্রশ্নই ওঠে না সংগঠনের নেতাদেরকে।রাস্তায় বাসের সংখ্যা প্রায় ৩০০০ছুঁয়েছিল আনলক অধ্যায়ের দ্বিতীয় ধাপে বিগত ১০ দিনের মধ্যে। সরকারের তরফেওপথে নামানো হয়েছিল প্রায় ১৮০০ বাস। কিন্তু গত শুক্রবার থেকে বেসরকারি বাসের সংখ্যা এক ধাক্কায় ১৮০০ কাছাকাছি নেমে এসেছে নতুন করে লকডাউন এটা জানার পরেই। সব চেয়ে বেশি বাস কমেছে কলকাতা উত্তর ও শহরতলির দিকে। কারণ বাস সংগঠনের প্রতিনিধিরা বাস চালাতে রাজি নয় কন্টেনমেন্ট জোনের মধ্যে দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *