টিকাকরণে বয়স্কদের উৎসাহ, রাজ্য আশার আলো দেখছে কোভিডে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যে বয়স্ক মানুষদের মধ্যে যেভাবে উৎসাহ দেখা যাচ্ছে COVID-19 টিকা নেওয়ার ক্ষেত্রে , তার জেরে অচিরেই সুফল মিলতে পারে। বয়স্কদের পাশাপাশি অন্য বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হতে পারে COVID-19-এর সেকেন্ড ওয়েভ দেখা দিলেও। এমনি এক আশার আলো দেখাল এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

রবিবার সন্ধ্যা পর্যন্ত মোট ২৩ লাখ ৮৭ হাজার মানুষকে COVID-19-এর টিকা দেওয়া সম্ভব হয়েছে এ রাজ্যে । এ কথার পাশাপাশি স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, এ দিন রাজ্যের ৩৬৩ টি সেন্টারে পরিকল্পনা নেওয়া হয়েছিল COVID-19-এর টিকা দেওয়ার জন্য। এই সব সেন্টার মিলিয়ে এ দিন COVID-19-এর টিকা দেওয়া সম্ভব হয়েছে রাজ্যের মোট ১২ হাজার ৫৭৩ জনকে। এর মধ্যে এ দিন টিকার প্রথম ডোজ় নিয়েছেন ১০ হাজার ৯০৯ জন। তাঁদের মধ্যে বয়স্ক মানুষ ছিল ৭ হাজার ৩৩৩ জন। এ রাজ্যে COVID-19-এর টিকা দেওয়া হয়েছে শনিবার ১ হাজার ৮৬৪ টি এবং গত শুক্রবার ২ হাজার ৫২৬ টি সেন্টারে। রাজ্য এও স্বাস্থ্য দফতরর জানিয়েছে, শনিবার COVID-19-এর টিকা দেওয়া হয়েছে এ রাজ্যের ১ লাখ ৩৪ হাজার ৮৬৩ জনকে। তাঁদের মধ্যে প্রথম ডোজ় নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩১৩ জন। এঁদের মধ্যে ৬৭ হাজার ৪২৭ জন বয়স্ক। গত শুক্রবার রাজ্যে ১ লাখ ৬৯ হাজার ১০১ জনকে COVID-19-এর ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । তাঁদের মধ্যে প্রথম ডোজ় নিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৯৭ জন । এই প্রথম ডোজ় যাঁরা নিয়েছেন, তাঁদের মধ্যে ৯৮ হাজার ৮০০ জন বয়স্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *