তৃণমূল অবশেষে নামছে লড়াইয়ে , ত্রিপুরার জন্য ট্যুইটার হ্যান্ডেল-ফেসবুক পেজ খোলা হল আলাদা করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : লক্ষ্য ২০২৪। আর এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস একরকম মরিয়া তার আগে যে সমস্ত রাজ্যে ভোট রয়েছে সেই সকল‌ রাজ্যে থাবা বসাতে। যেমন ত্রিপুরা। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে ২০২৩-এ। আর ঘাসফুল শিবির সংগঠনকে ঢেলে সাজাতে চলেছে তার আগেই। এমনকি তৃণমূলের নজর রয়েছে মানুষের সমস্যা তুলে ধরা থেকে শুরু করে বিজেপির বিরোধিতা সব দিকেই । আর সেই সঙ্গে এবার ঘাসফুলের নজর ভার্চুয়াল মাধ্যমেও ।তৃণমূল চালু করল AITC Tripura বলে একটি ট্যুইটার হান্ডেলও । একই সঙ্গে চালু করা হল ফেসবুক পেজও।

মূলত করোনা আবহে যাওয়া সম্ভব নয় বিভিন্ন জায়গায় জায়গায়। সেই সঙ্গে সেই সঙ্গে এমনকি সম্ভব নয় মিটিং মিছিল করাও। ত্রিপুরা রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেই জন্যই সাধারণ মানুষের কাছে যেতে চাইছে একমাত্র ভার্চুয়ালি মাধ্যমেই। সেই সঙ্গে তাদের জনপ্রিয়তাও যাচাই করে নিচ্ছে।এবার তৃণমূল অবশেষে পথে নামল একযোগে কেন্দ্রীয় সরকার তথা ত্রিপুরার রাজ্য সরকারের বিরোধিতায়। সেই সঙ্গে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে বাংলার মতোই ত্রিপুরাতেও উন্নয়ন ইস্যু হবে বলেও। অভিষেক ব্যানার্জির ত্রিপুরাতে যাওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহেই। কীভাবে এগিয়ে যাবে দল, কোন স্ট্র্যাটেজি নেওয়া হবে যুবরাজ তারই পাঠ দেবেন দলীয় কর্মীদেরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *