দেশের শীর্ষ আদালত আজ শুনবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রুজু হওয়া ৬০টি মামলা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে রুজু হওয়া প্রায় ৬০টি মামলার শুনানি আজ, বুধবার উঠবে দেশের শীর্ষ আদালতে। যে আইনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে তুমুল অশান্তি চলছে সমগ্র দেশ জুড়ে , তা নিয়েই পর্যালোচনা করবে দেশের শীর্ষ আদালত । এ নিয়ে যারা মামলা দায়ের করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, কেন্দ্রীয় মুসলিম লিগ, অসম গণ-পরিষদ এবং অসমের বিজেপি সরকার।

এই সংক্রান্ত মামলার শুনানি শুনবে প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে তৈরি হওয়া একটি তিন জনের বেঞ্চ। ওই বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি বিআর গাভাই এবং সূর্য কান্ত।নাগরিকত্ব সংশোধনী আইন বলছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যত অ-মুসলিম ব্যক্তি ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ২০১৪ সাল পর্যন্ত ভারতে এসেছেন, তাঁরা সকলেই শরণার্থী হিসেবে আবেদন করতে পারবেন এ দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য। এই আইনের বিরুদ্ধে যে সব মামলা দায়ের হয়েছে, সে সবের মূল বক্তব্যই হল, নাগরিকত্ব পাওয়ার মাপকাঠি কখনওই ধর্ম হতে পারে না। এটা সংবিধান বিরোধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *