নামলো তাপমাত্রার পারদ, রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা মকর সংক্রান্তিতেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত৷ আলিপুর আবহাওয়া অফিস জাঁকিয়ে ঠান্ডা থাকার পূর্বাভাস দিয়েছে মকর সংক্রান্তির দিনও। আজ আরও কমেছে তাপমাত্রার পারদ।আজ শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে ৩ ডিগ্রি । গোটা রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত চলছে উত্তুরে হাওয়ার দাপটে । তাপমাত্রার পারদ বেশ খানিকটা কম রয়েছে পশ্চিমের জেলাগুলোতেও। আরও কমবে তাপমাত্রার পারদ৷ এমনকি সর্বনিম্ন তাপমাত্রার থাকার কথা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও ৷ আগামী ৪৮ ঘণ্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর এমনই পূর্বাভাস দিয়েছে।কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম । গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *