পূর্ব রেল বিশেষ ট্রেন চালাবে কল্পতরু উৎসবের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পূর্ব রেল কতৃপক্ষ আগামী ১ জানুয়ারি দু’জোড়া বিশেষ ট্রেন চালাবে দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব উপলক্ষে । পূর্ব রেল শিয়ালদহ ডিভিশন শিয়ালদহ-ডানকুনি বিভাগে দু’জোড়া বিশেষ ট্রেন চালাবে কল্পতরু উৎসব ঘিরে তীর্থযাত্রীদের প্রবল ভিড়ের চাপ সামলানোর জন্য। আপ ইএমইউ স্পেশালগুলি আগামী ১ জানুয়ারি ভোর ৫.২৫ মিনিট এবং বেলা ২.৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। উলটোদিকে ডাউন স্পেশাল ট্রেনগুলি আগামী ১ জানুয়ারি সকাল ৬টা ২০ মিনিটে এবং বিকেল ৩.২০ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। স্পেশাল ট্রেনগুলি রুটের সব স্টেশনেই থামবে বলে রেল জানিয়েছে।

প্রতি বছরই দক্ষিণেশ্বর মন্দিরে হাজার-হাজার ভক্তের ঢল নামে কল্পতরু উৎসব কে কেন্দ্র করে। দক্ষিণশ্বরে ভক্তরা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ভোররাত থেকেই ভক্তরা লাইনে দাঁড়িয়ে পড়েন পুজো দেওয়ার জন্য। ওই দিন ভোরেকল্পতরু উৎসবের সূচনা হয় বিশেষ পুজোর মধ্য দিয়ে। বেলা যতই বাড়তে থাকে ততই ভক্তদের লাইন বাড়ে প্রার্থনায় সামিল হওয়ার জন্য। ভিড় সামাল দিতে বিশাল সংখ্যায় নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে দক্ষিণেশ্বর মন্দির ও তার সংলগ্ন এলাকায়। ব্যাপক পুলিশি নজরদারিও থাকে সমগ্র মন্দির চত্বরে । এছাড়াও ড্রোনের মাধ্যমেও নজরদারি চলে আকাশপথেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *