ভারত এখনও বহু দূরে করোনার হার্ড ইমিউনিটি থেকে, চরম দুচিন্তায় বিশেষজ্ঞরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রতিনিয়ত ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । মনে করা হয়েছিল ভারতীয় মধ্যে ধীরে ধীরে হার্ড ইমিউনিটি তৈরি হবে। কিন্তু এখন বিশেষজ্ঞরা বলছেন, এখনও অনেক দূরে সেই দিন। ভারতে হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার কোনও সম্ভাবনাই নেই এমনকি আগামী কয়েক মাসের মধ্যেও।

ভারতে সর্বশেষ সেরো সার্ভের রিপোর্ট অনুসারে ২১ শতাংশেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রাপ্তবয়স্কেদর মধ্যে। আরও স্পষ্টভাবে বলতে গেলে, সার্ভের রিপোর্ট অনুযায়ী করোনা বাসা বেঁধেছে ২৮ হাজার ৫৮৯ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ২১.৪ শতাংশের শরীরে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের মতে, এখনও কোভিড-১৯ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ভারতীয়ের। অর্থাৎ প্যাথোজেনের বিরুদ্ধে এখন মানুষ অনেক দূরে রয়েছে প্রতিরোধ ক্ষমতা অর্জন থেকে।

পাব্লিক হেল্ফ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার এপিডেমিওলজিস্টের অধ্যাপক গিরিধর বাবু বলেছেন, “হার্ড ইমিউনিটি একটি অধরা ধারণা এখনও পর্যন্ত। করোনার একাধিক তরঙ্গ দেখা দিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশেই । কোথাও কোথাও তো আবার দেখা গিয়েছে থার্ড, এমনকী ফোর্থ ওয়েবও। আমাদের খেয়াল রাখতে হবে যে এরপর যখনই করোনার ঢেউ আছড়ে পড়বে তখন যেন আমাদের কাছে থাকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় ওয়ার্কফোর্স । টিকা এখন একমাত্র অস্ত্র। আমাদের এমনটা ভাবা কখনই উচিত নয় যে আমাদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হবে সংক্রমণের পর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *