মমতা বন্দ্যোপাধ্যায় ‘মন্ত্রীর মর্যাদা’ দিলেন ভোটে না লড়লেও, জেনে নিন অমিত মিত্র পেলেন কোন দায়িত্ব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের রদবদল করলেন রাজ্য মন্ত্রিসভায়। অর্থ দফতরকে নিজের হাতে রাখলেও চন্দ্রিমা ভট্টাচার্যকে করা হল দফতরের প্রতিমন্ত্রী। এর পাশাপাশি, অমিত মিত্রকে আনা হল অর্থ দফতরের উপদেষ্টার পদেও।যদিও পুর ও নগরোন্নন দফতর থাকছে চন্দ্রিমার হাতেই ।

অমিত মিত্র এবার ভোটে দাঁড়াননি।মমতা বন্দ্যোপাধ্যায় তার পরও ছাড়তে একরকম নারাজ খড়দার এই প্রাক্তন বিধায়ককে। তাঁকে রেখে দেওয়া হয়েছে এমনকি মন্ত্রীর মর্যাদা দিয়েও। এমনকি অমিত মিত্র কেন্দ্রের বিরুদ্ধে বহুবার সরব হয়েছেন রাজ্যের একাধিক আর্থিক ইস্যুতেও। এছাড়াও তিনি কেন্দ্র সরকারকে বারেবারেই কোণঠাসা করেছেন যথোপযুক্ত তথ্য পরিসংখ্য়ান দিয়েও। এর পাশাপাশি তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরবও হয়েছেন রাজ্যের একাধিক বিষয় নিয়েও।

উল্লেখ্য, মঙ্গলবার অমিত মিত্রকে উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়েছে নবান্নর তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে। ওই নির্দেশিকায় এও বলা হয়েছে, অমিত মিত্রকে নিয়োগ করা হচ্ছে রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টা হিসেবে। তাঁর পদটি হবে এমনকি মন্ত্রীর পদ মর্যাদার সমতুল্ল্যই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *