শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে সৌন্দর্যায়নের কাজ শুরু হল বনদপ্তরের উদ্যোগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সূচনালগ্ন থেকেই এক রকম হেলায় পড়েছিল নদিয়ার শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান ৷ চারপাশ ভরে গেছিল আগাছা ও জঙ্গলে৷ সম্প্রতি সৌন্দর্যায়নের কাজ শুরু করা হয়েছে রাজ্য বনদপ্তরের উদ্যোগে৷ক্যাফেটেরিয়া, পিকনিক স্পট ও শিশু উদ্যানও তৈরি করা হচ্ছে পর্যটকদের টানতে৷প্রায় পাঁচ দশক আগে তৈরি হলেও উদ্যানটি পড়েছিল একরকম অবহেলায় ৷ এখন আগাছা পরিষ্কার করে ফুল ও বাহারি পাতার গাছ দিয়ে সাজানো হচ্ছে রাজ্য বনদপ্তরের উদ্যোগে৷ একটি পুকুরও রয়েছে উদ্যানের ভিতরে৷ চারপাশ বাঁধিয়ে দেওয়া হয়েছে পুকুরটি পরিষ্কার করেও৷ বসারও ব্যবস্থা করা হয়েছে পুকুরের চারপাশে ৷ ভিতরে তৈরি করা হয়েছে একটি নতুন শিশু উদ্যানও ৷ সেখানে বিভিন্ন রাইডের ব্যবস্থাও করা হয়েছে শিশুদের জন্যও৷ এ ছাড়াও তৈরি করা হয়েছে পিকনিক স্পটও৷

শান্তিপুরের চেয়ারম্যান অজয় দে বলেন, “আমরা বনদপ্তরের সঙ্গে কথা বলে সহযোগিতা চেয়েছি । কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই৷ প্রচেষ্টা চলানো হচ্ছে উদ্যানটিকে আরও নতুন ভাবে সাজিয়ে তোলার লক্ষে। রাষ্ট্রীয় উদ্যানের ভেতর একটি ট্রেন ও একটি পাখিরালয় তৈরির জন্য ইতিমধ্যেই কথা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি উদ্যান পরিদর্শনে আসবেন ১০ জানুয়ারি । আমরা চাইব যাতে আরও নতুনভাবে সাজিয়ে তুলতে পারি এই উদ্যানটিকে ৷কাজ শুরু করা হয়েছে পুকুর সংস্কারেরও, আমাদের আশা সৌন্দার্যায়ন বৃদ্ধির ফলে উৎসাহ বাড়বে পর্যটকদের মধ্যেও৷ভিড় জমাবে মানুষও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *