স্কুলের গেটে অভিভাবকদের বিক্ষোভ ফি বৃদ্ধির প্রতিবাদে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেসরকারি স্কুলগুলি ফের ফি বৃদ্ধি করছে বছর ঘুরতে না ঘুরতেই৷ প্রতিটি শ্রেণির জন্য ফি বাড়ানো হয়েছে ১৯ থেকে ২০ শতাংশ হারে৷ করোনা অতিমারি বিদায় নেয়নি এমনকি এখনও পর্যন্ত৷ অনলাইনেই পঠনপাঠন চলছে অধিকাংশ শ্রেণিতেই৷ তবু কেন ফি বৃদ্ধি এত বেশি পরিমাণে? এই প্রশ্ন তুলে এবং ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকরা ইতিমধ্যেই বিক্ষোভে সোচ্চার হন কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের সামনে৷ তাঁদের আরও দাবি, কর্তৃপক্ষকে ভার্চুয়ালি বৈঠক করতে হবে তাঁদের সঙ্গে৷ অথবা সময় দিতে হবে সামনা-সামনি বৈঠকের জন্য৷

প্রসঙ্গত , অভিভাবকরা গত বছর করোনা আবহে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে লাগাতার বিক্ষোভ দেখিয়াছিলেন ফি বৃদ্ধির প্রতিবাদে ও ফি মকুবের দাবিতে ৷ অন্যান্য স্কুলের মতো বিক্ষোভে সোচ্চার হয়েছিলেন এমনকি সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরাও৷ প্রতি বছর ১০ শতাংশ হারে ফি বৃদ্ধি হলেও গড়িয়াহাটের এই স্কুলটিতে গত বছর ফি বেড়েছিল ২৩ শতাংশ হারে৷ অবশেষে তারা কিছুটা পিছু হটে অভিভাবকদের বিক্ষোভের মুখে৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মকুবও করা হয় ২০ শতাংশ ফি।

অন্যদিকে, আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট কিছু পড়ুয়ার ফি মকুবের সিদ্ধান্ত মানতে নারাজ ‘সাউথ পয়েন্ট স্কুল প্যারেন্টস ফোরাম’ ৷ তাদের দাবি, একই ফি কাঠামো তৈরি করতে হবে সকলের জন্য৷ এই দাবিতেই স্কুলের সামনে জমায়েতও করেন অভিভাবকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *