১৯০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে এ রাজ্যে, এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে পরিবেশের কথা মাথায় রেখেই। ১৯০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই গড়ে উঠছে পুরুলিয়ায়। গতকাল সোমবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় একথাই জানালেন তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে। তিনি আরো বলেন, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রাজ্য বিশেষ সাফল্য দেখিয়েছে গত ন’বছরে। বিদ্যুৎ মন্ত্রী আরও দাবি করেন প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকার বিশেষ নজির সৃষ্টি করেছে বলেও। শোভনদেব চট্টোপাধ্যায় এও বলেন, পশ্চিমবঙ্গে কোনো সরকার চলে না ভাষণ দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার পরিচালনা করেন কাজের মধ্য দিয়েই।

এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী জানান ১০০শতাংশ গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেও। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এ রাজ্যে গত ন’বছরে ৩৫৩ শতাংশ বৃদ্ধি ঘটেছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *