এ যেন এক চরম নাটকীয় কান্ড! অর্পিতা মুখোপাধ্যায়ের হাউহাউ করে কান্না শুরু জোকার রাস্তায় বসে
বেস্ট কলকাতা নিউজ : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর নিয়ে আসে গতকাল শুক্রবার দুপুরে। কিন্তু অর্পিতা গাড়ি থেকেই নামতে অস্বীকার করেন হাসপাতালের কাছে আসতেই ! শেষমেশ গাড়ি থেকে তাঁকে জোর করে টেনে নামানো হয়।তখন তিনি আবার চেষ্টা করেন রাস্তায় বসে পড়ার। সেই সময় ইডির হেফাজতে-থাকা এসএসসি দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায় হাউহাউ করে কেঁদে ফেললেন। সেখান থেকেও তাঁকে জোর করে তুলে হাসপাতালে ঢোকানো হয় হুইলচেয়ারে করে। অর্পিতা হুইলচেয়ারে বসে হাত-পা ছুড়তে থাকেন হাসপাতালে ঢোকার পরেও। কান্নায় ভেঙে পড়ে তিনি চেষ্টা করছিলেন কিছু একটা বলারও। তা ঠিকমতো শোনা যায়নি চারপাশের হট্টগোলের জেরে । ওই ভাবেই অর্পিতাকে নিয়ে যাওয়া হয় তাঁর শারীরিক পরীক্ষার জন্য।
এদিন সকালে অর্পিতাকে একটি আলাদা গাড়িতে জোকায় নিয়ে যাওয়া হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে । কিন্তু সেখানে পৌঁছে অর্পিতা গাড়ি থেকে নামতে চাননি। কান্নায় ভেঙে পড়েন তিনি। জোর করে গাড়ি থেকে তাঁকে নামানোর পর অর্পিতা হাসপাতালের আপৎকালীন বিভাগের সামনে রাস্তায় বসে পড়েন। সেখান থেকে তাঁকে তুলে ধরে জোর করে হুইলচেয়ারে বসানো হয় । প্রসঙ্গত, কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, এসএসসি দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা করতে হবে ৪৮ ঘণ্টা অন্তর। শুক্রবার দু’জনকে ওই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সেই নির্দেশ মতোই।