কোর্টের স্থগিতাদেশ পুরুলিয়ায় লালার সম্পত্তি বেচা-কেনায়
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আদালত স্থগিতাদেশ দিল কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সম্পত্তি বিক্রির ক্ষেত্রে। পুরুলিয়ায় লালার জমি-বাড়ি-সহ রয়েছে এমনকি বিপুল পরিমানে সম্পত্তিও।সেই সম্পত্তি হাতবদলের আশঙ্কা তৈরি হয় কয়ালকাণ্ডে লালার নাম প্রকাশ্যে আসার পর থেকেই। সিবিাইয়ের তরফে আদালতে এমনকি আবেদনও করা হয়েছিল সম্পত্তি বিক্রির চেষ্টা রুখতে। কেনদ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদনেই অবশেষে সাড়া দিল আদালত। আদালত জানিয়েছে লালার কোনো সম্পত্তিই বিক্রি করা কেনা-বেচা করা যাবে না বলেও।
প্রসঙ্গত, সিবিআই এ রাজ্যে কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে বিধানসভা ভোটের মুখে। এখনও অধরা কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি।সিবিআই লালার খোঁজে তল্লাশি চালিয়েছে গোটা রাজ্যে এমনকী রাজ্যের বাইরেও । লালাকে ধরা যায়নি। কয়লাকাণ্ডের তদন্তে নেমে সিবিআই হানা দিয়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়।অভিযোগ, বাংলা থেকে লালা চোরাপথে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সেই কয়লা বিক্রি করত। ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসেছে লালার কাছ থেকে যারা কয়লা কিনত তাদের অনেকেরই নাম ও ঠিকানা ।