উত্তপ্ত দিল্লি সীমান্ত, বহু কৃষকের রাজধানী প্রবেশ পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :বেলা ১২টায় শুরু হওয়ার কথা কৃষকদের ট্রাক্টর প্যারেড। এদিকে সকাল থেকেই কাতারে কাতারে কৃষক দিল্লি সীমান্তে এসে হাজির হয় একরকম পায়ে হেঁটেই। এমনকি তাঁরা রাজধানীর ভেতরও ঢুকেও পড়েন পুলিশের ব্যারিকেড সরিয়ে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন থাকলেও কিন্তু তারা কোনো রকম ভাবে বাধা দেয়নি। সকাল ৯টা থেকেই একরকম গোলযোগের পরিবেশ সৃষ্টি হয় সিংঘু এবং টিকরি সীমান্ত এলাকায়। পায়ে হেঁটে মার্চ শুরু হয় কৃষক সংগঠনের নেতারা সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানোর পরেই।

এদিকে রবিবার দিল্লি পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল শর্তসাপেক্ষে রাজধানী প্রবেশের অনুমতি দেওয়া হবে আন্দোলনরত কৃষকদের। সেদিনই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, পাকিস্তানি টুইটার হ্যান্ডল শান্তিপূর্ণ প্রতিবাদকে অশান্ত করে তুলতে পারে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, ২৬ জানুয়ারির মিছিলে গোলমাল পাকাতেই৩০৮টি নতুন টুইটার হ্যান্ডল সৃষ্টি হয়েছে পাকিস্তানে। পরিস্থিতি উত্তপ্ত করা হতে পারে মিছিলের মধ্যে ঢুকে পড়ে, এমনই আশঙ্কা ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *