অক্সিজেন প্ল্যান্ট বসছে চলেছে কলকাতার দু’টি কোভিড হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অক্সিজেন সিলিন্ডারের চাহিদা ক্রমশ বেড়েছে করোনা পরিস্থিতিতে। তাই এবার হাসপাতালেই অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে সঙ্কট কাটাতে। লিক্যুইড অক্সিজেন প্ল্যান্ট বসছে রাজ্যের দু’টি কোভিড হাসপাতালে। প্রথম পর্যায় রাজ্য সরকার প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে বেলেঘাটা আইডি এবং এম আর বাঙ্গুর হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্ল্যান্টের পরিকাঠামো গড়ে তোলা হবে হাসপাতালেই। যেখানে অক্সিজেন তৈরি করা হবে। গোটা হাসপাতালে অক্সিজেন প্রদান করা হবে ওই প্ল্যান্ট থেকেই। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীদিনে এই পরিকাঠামো গড়ে তোলা হবে রাজ্যের অনান্য কোভিড হাসপাতালগুলিতেও।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ হয়েছে করোনা ভাইরাসের। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত হয়েছেন ২৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৬৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *