অচলাবস্থা কাটিয়ে অবশেষে সীমান্ত বাণিজ্য শুরু হল পেট্রাপোলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জট কাটিয়ে অবশেষে ফের ২ দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য শুরু হল পেট্রাপোল সীমান্ত দিয়ে৷ ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়েছে গতকাল বিকেল থেকেই।বাংলাদেশ থেকে পাঁচটি পণ্যবাহী ট্রাক ভারতে এসেছে প্রথম দিনে। পাশাপাশি এ দেশ থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ গেছে মাছবাহী চারটি ট্রাক। অচলাবস্থা কেটে যাওয়ায় দুই দেশের মধ্যে অবশেষে পুরোদমে সীমান্ত বাণিজ্য শুরু হল আজ থেকেই।

পেট্রাপোল বন্দর সূত্রে খবর, সমস্তরকম স্বাস্থ সুরক্ষাবিধি মানা হবে সীমান্ত দিয়ে ২ দেশের বাণিজ্যের ক্ষেত্রে। গতকাল বাংলাদেশি ট্রাক চালকরা এদেশে আসেন PPE পরে। এর আগে আমদানির জন্য কয়েকবার আবেদন করা হয় বাংলাদেশের বেনাপোল ক্লিয়ারিং সংস্থার পক্ষ থেকেও৷ কিন্তু, কোনো রকম সুরাহা না হওয়ায় গত সপ্তাহ থেকে বাংলাদেশ সরকার অস্থায়ীভাবে রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল পেট্রাপোলে। তারপর দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ ছিল চারদিন। ফলে, পেট্রাপোলে রপ্তানির জন্য অপেক্ষায় ছিল মাছ এবং বিভিন্ন পচনশীল সামগ্রী সহ প্রায় ১৬০০ পণ্যবাহী ট্রাক।একইভাবে ৭০০ -র বেশি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল বেনাপোল সীমান্তেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *