অন্ডালে ফের ধস প্রবল বৃষ্টিতে , ভূগর্ভে ঢুকে গেল আস্ত কুয়ো , কোনো ক্রমে প্রাণরক্ষা এক শিশুর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : খনি অঞ্চলে ধসের ঘটনা ঘটে মূলত একটু বৃষ্টিপাত হলেই । তাইখনি অঞ্চলের একাংশের মানুষ চরম আতঙ্কিত থাকেন বর্ষা অথবা একটু বেশি বৃষ্টি হলেই । অন্ডাল ব্লকের সিঁদুলি এলাকায় ধসের কারণে একটা কুয়ো বসে যায় চলতি মাসের ১ তারিখে। আর ঠিক সেই সময় সামনেই স্নান করছিল একটি শিশু । তবে শিশুটি বড়সড় বিপদের হাত থেকে কোনো ক্রমে রক্ষা পায়।

স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, বড় বিপদ হতে পারত শিশুটির মা সময় মতো সেখান থেকে সরিয়ে না নিলে। এদিকে অন্ডালের ঘটনার দুদিন পরে একটি কুয়ো মাটির তলায় তলিয়ে যায় পাণ্ডবেশ্বরের কুলবনীতে। গ্রামবাসীরা জানান, মঙ্গলবার ভোর থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে সমগ্র অঞ্চলে। হঠাৎ ওই কুয়োটি মাটির তলায় তলিয়ে যায় বৃষ্টির পরিমাণ একটু কম হতেই। কুয়োটির সামনে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র এবং একটি ক্লাব। ক্লাব চত্বরে চলছিল বিয়ে বাড়ির অনুষ্ঠান। কুয়ো থেকে পাম্পে জল তোলার কাজ চলছিল বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য।

গ্রামবাসীরা আরও জানান, এলাকায় রয়েছে জলের ব্যাপক সমস্যা। তাঁদের গ্রামের মানুষ নির্ভরশীল ছিল মূলত এই কুয়োর উপর । তাঁরা আরও সমস্যায় পড়বেন এদিন এই কুয়োটি মাটির তলায় তলিয়ে যাওয়ায়। এমনিতেই গ্রামের মানুষকে জল আনতে হয় বহুদূর থেকে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে কিছু কল রয়েছে, কিন্তু জল তাতে থাকে না। এমনকী তাঁরা জানান যে ধরনের জল মাঝে মধ্যে আসে সেটা ব্যবহারের অযোগ্য বলেও । অভিযোগ, ভোট এলেই শাসকদলের ও বিরোধী দলের নেতা-নেত্রীরা নানা রকমের আশ্বাস দেন। কিন্তু ভোট পার হলেই তাদের আর দেখা মেলে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *