নিউইয়র্কের জাদুঘর লুঠ হওয়া ১৫ কোটি টাকার শতাব্দী প্রাচীন প্রত্নসামগ্রী ফেরাচ্ছে ভারতকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আদালতের আদেশের পরে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট ১৫টি প্রাচীন প্রত্নসামগ্রী ভারতকে ফিরিয়ে দেবে। রিপোর্ট অনুযায়ী, নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি ফেলিসিয়া এ. মেনিন গত মাসে জাদুঘরে সুভাষ কাপুরের সরবরাহ করা ১৫ প্রাচীন ভাস্কর্যের বিরুদ্ধে ‘অনুসন্ধান’ পরোয়ানা জারি করে।

এরপরই মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, নিউইয়র্ক, ভারত থেকে “অবৈধভাবে পাচারকৃত” ১৫টি মূর্তি দেশে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে” । আদালতের নির্দেশের পর ভারত সরকারকে ১৫ টি প্রাচীন ভাস্কর্য ফিরিয়ে দিচ্ছে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে ১১ শতাব্দী পর্যন্ত দূর্মূল্য এই ভাস্কর্য ভারতের হাতে তুলে দেওয়া হবে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে রয়েছে ৭৭টি প্রাচীন ভারতীয় ভাস্কর্য, তদন্তের পরই নিউইয়র্ক সুপ্রিম কোর্ট ১৫টি প্রাচীন ভাস্কর্য ভারতকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে ৭৭টি আইটেমে সবকটি পাচার করে কুখ্যাত পাচারকারী সুভাষকাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *