নির্বাচন কমিশন টিকা দেওয়ার নির্দেশ দিল এ রাজ্যের ভোট কর্মীদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আসন্ন এ রাজ্যের বিধানসভা নির্বাচন৷ এবার ভোটকর্মীরাও পাবেন ‘করোনা যোদ্ধা’র মর্যাদা। এদিকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বাংলার ভোটকর্মীদের টিকা দেওয়ার জন্যও ।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন,‘টিকাকরণের ব্যবস্থা করা হবে পোলিং অফিসারদের নাম পেলেই৷’ ভোটের সময় রাজ্যে ভোটের কাজে যুক্ত থাকেন প্রায় সাড়ে চার লক্ষ সরকারি কর্মী ৷

কমিশন সূত্রে আরও খবর, কোভিডের কারণে ৩০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে এবার রাজ্যে বুথের সংখ্যা। গত নির্বাচনের সময় একতলায় ছিল, এমন ২৯৫০টি বুথকে নিচের তলায় নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে কলকাতার পর করোনা প্রতিষেধক টিকাকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসার এবং কর্মীদেরও। টিকাকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এমনকি কমিশনারেটের সমস্ত অফিসার-কর্মীদেরও।

বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়েছিল, প্রথম দিনেই টিকা নিয়েছিলেন DCP HQ,সূর্য প্রতাপ যাদব, DCP বিধাননগর উমেশ গণপত, ACP North শান্তনু কোয়ার এবং অন্যান্যরা।অন্যদিকে কোনওভাবেই গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছেন রাজ্য সফরে এসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *