আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ওড়িশা সফরে যাচ্ছে বিরোধী জোটের সলতে পাকাতে , পুরীতে পুজো দিয়ে বিশেষ সাক্ষাৎ করবেন নবীন পট্টনায়েকের সঙ্গেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোমর কষেছেন বিরোধী জোটের সলতে পাকাতে। বছর ঘুরলেই মূলত লোকসভা নির্বাচন। তার আগে সম্প্রতি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক সেরেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে। এবার ওড়িশা যাচ্ছেন তৃণমূল নেত্রী। বিরোধী জোটের পালে হাওয়া লাগাতেই এই উৎকল সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। মঙ্গলবার বিকেলেই তিনি ওড়িশার উদ্দেশে রওনা হবেন। বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরেও পুজো দেবেন । তার পর বিজু জনতা দলের প্রধান নবীনের সঙ্গে বৈঠক করবেন লক্ষ্মীবার সকালে। চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দুই বিরোধী নেতা-নেত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বরাবরই তিনি জগন্নাথদেবের ভক্ত বলে ঘনিষ্ঠ মহলে এবং প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনের আগেও কালীঘাটের বাড়িতে বিরাট যজ্ঞ হয়। সেই যজ্ঞের পুরোহিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈত্যাপতি। দিঘায় দ্বিতীয় জগন্নাথ মন্দিরের নির্মাণও মমতার স্বপ্নের প্রকল্প। এবার লোকসভা নির্বাচনের আগে পুরীর শ্রীক্ষেত্রে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ পেতে চাইছেন তৃণমূল নেত্রী।

এদিকে মুখ্যমন্ত্রী লোকসভায় একলা চলো নীতি নিয়েছেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। তবে তাঁর মস্তিষ্কে রয়েছে বিজেপি বিরোধী অকংগ্রেসি জোট। কংগ্রেসে মাতব্বরি মেনে নেওয়া হবে না বলে তৃণমূল সরব হয়েছে। বিজু জনতা দল, সমাজবাদী পার্টি এমনকি আম আদমি পার্টিও উস্কে দিয়েছে তৃতীয় জোটের সম্ভাবনা। তেলেঙ্গানার ভারত রাষ্ট্রীয় সমিতির কে চন্দ্রশেখর রাও-ও বহুদিন ধরে সওয়াল করছেন তৃতীয় জোটের জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *