আরও বেশি সময় ব্যাঙ্ক খোলা থাকবে এ রাজ্যে , পানাগড়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : এত দিন পর্যন্ত এ রাজ্যে দুপুর তিনটে পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকছিল কোভিড বিধির কারণে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পানাগড়ের সরকারি কর্মসূচি থেকে জানিয়ে দিলেন, বৃহস্পতিবার থেকে পুরো সময় ব্যাঙ্ক খোলা থাকবে। অর্থাত্ গ্রাহকরা পরিষেবা পাবেন বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাঙ্কে গেলেই। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দু’কোটির বেশি মানুষ গতকাল পর্যন্ত নাম লিখিয়েছেন দুয়ারে সরকার প্রকল্পে। এর মধ্যে প্রায় দেড় কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তাঁর কথায়,ব্যাঙ্কে যাচ্ছেন অনেকেই। কিন্তু ফিরে আসতে হচ্ছে তাঁদেরকে। আমরা তো ব্যাঙ্কের মাধ্যমে দেব পুরো টাকাটাই। আমরা চাই অ্যাকাউন্ট বাড়ুক ব্যাঙ্কে। এতে লাভ হবে ব্যাঙ্কেরও।
ইতিমধ্যেই কোভিড বিধিনিষেধ অনেকটাই শিথিল করেছে রাজ্য সরকার ।নবান্ন কমিয়ে দিয়েছে রাতের কড়াকড়ির সময়ও। এখন বিধিনিষেধ জারি রয়েছে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত। সরকারি অফিসেও সমস্ত কর্মীদের নিয়ে কাজ শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকেই । এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন ব্যাঙ্কের কাজও স্বাভাবিক হবে বলেও।