অনুব্রতর বাকি জীবন কেটে যাবে তিহাড় জেলেই, ইডি-র আইনজীবীর ভয়ঙ্কর দাবি দিল্লির আদালতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আপাতত অনুব্রত মণ্ডল বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি গরুপাচার মামলায়। কিন্তু সেখানে তিনি মোটেই ভাল নেই। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ফের আসানসোল জেলে ফেরত যাওয়ার আবেদন করেছিলেন। কিন্তু তাতে জোর আপত্তি তুলেছে ইডি। সোমবার ইডি-র আইনজীবী আপত্তি জানিয়ে আরও বলেন, একবার অনুব্রত আসানসোল জেলে চলে গেলে, ফের তাঁকে দিল্লিতে আনতে ৬ মাস লেগে যাবে গরুপাচার মামলার প্রয়োজনে।

এদিন আদালতে ইডি-র আইনজীবী নীতেশ এও রানা বলেন, “এখন তিহাড় জেলকেই নিজের বাড়ি ভাবুন আগামী তিন-চার বছর ।” কেন তিহাড় ছেড়ে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ আসানসোল জেলে যেতে চাইছেন তা নিয়েও প্রশ্ন ইডি-র। রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ ৪ মে পর্যন্ত বাড়িয়েছে। একই সঙ্গে তিহাড় থেকে তাঁকে আসানসোল জেলে ফেরানোর আর্জির শুনানিও সেদিনই হবে বলে জানিয়েছে আদালত।

এদিকে ইডি-র আইনজীবী এদিন আদালতে প্রশ্ন করেন, রাউস অ্যাভিনিউ কোর্ট পরোয়ানা জারি করা সত্ত্বেও অনুব্রত তা ঠেকাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এর সঙ্গে রাজ্য সরকারের জেল কর্তৃপক্ষও শামিল আছে বলে তাঁর অভিযোগ। শেষে কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করলে অনুব্রতকে দিল্লি আনা হয় । নীতেশ রানা এদিন বলেছেন, “অনুব্রত মনে করছেন, আসানসোল জেলটা যেন তাঁর বাড়ি। সেখানে ফেরত যেতে চাইছেন। শেষে ফিরে আসতে হবে সেই তিহাড়েই। তিহাড়ই এখন ওঁর ঘরবাড়ি।”

আবার, অনুব্রতর আইনজীবী মুদিত জৈন আদালতে সওয়াল করেন,তিনি জানান দিল্লিতে তাঁর মক্কেলের বিরুদ্ধে ইডি-র কোনও মামলা নেই। বরং আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রতর বিরুদ্ধে মামলা চলছে। তাই সেখানেই তাঁকে ফেরত পাঠানো হোক। ইডি-র হেফাজত শেষের পর তদন্তকারীরা তিহাড়ে গিয়ে অনুব্রতর বয়ান নথিবদ্ধ করেননি নতুন করে। ৬০ দিন হয়ে গেলেও কোনো চার্জশিট দায়ের করেনি ইডি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *