ইস্টবেঙ্গল স্কোয়াডে ব্যাপক রদবদলের সম্ভাবনা জানুয়ারির আগেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : টুর্নামেন্টে এখনও কোনও জয় আসেনি ছ’ম্যাচ হয়ে গেলেও। কোচ রবি ফাওলার এমনকি সেটও  করে উঠতে পারেননি প্রথম একাদশও। রোজ-রোজ ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েও জয় রয়ে যাচ্ছে অধরাই।  উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে চোট-আঘাতে জর্জরিত স্কোয়াডে রিনো অ্যান্টো, রাজু গায়কোয়াড়দের মতো কিছু ফুটবলারকেও। সবমিলিয়ে যেখানে  আইএসএলে সর্বোচ্চ ৩৫ জন ফুটবলার এর নাম রেজিষ্ট্রেশন করানো যেতে পারে, সেখানে নতুন ফুটবলারদের রেজিষ্ট্রেশন করানো হলে  ইস্টবেঙ্গল স্কোয়াডের সংখ্যাটা ৩৫ ছাড়িয়ে যাবে স্বদেশি-বিদেশি ফুটবলার মিলিয়ে। তাই কোচ রবি ফাওলার ২৫-২৮ জন ফুটবলারের একটা স্কোয়াড চাইছেন জানুয়ারির আগেই।

এসসি ইস্টবেঙ্গলে সবমিলিয়ে ব্যাপক রদবদলের সম্ভাবনা থাকছে নতুন বছরের আগে।  রবি ফাওলার তাঁর স্কোয়াড থেকে একাধিক ফুটবলার ছাঁটাই করতে চলেছেন চোট-আঘাতের কারণে ফিটনেসজনিত সমস্যা এবং পারফরম্যান্সের নিরিখে। অর্থাৎ, নতুন বছরে  ফাওলারের বাছাই করা নতুন স্কোয়াড দেখা যাবে লাল-হলুদ শিবিরে। কিন্তু পুরনো স্কোয়াড থেকে রেজিস্টার হওয়া এমন কিছু ফুটবলারের নাম বাতিলের তালিকায় রয়েছে যা অবাক করতে পারে সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *