এবার কলকাতায় CNG বাস যাত্রীদের খরচ কমিয়ে , ফিরহাদ হাকিমকে দেখা গেল স্টিয়ারিং হাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম জ্বালানির খরচ কমাতে ইতিমধ্যেই নিয়েছে ডুয়েল ফুয়েল বাস চালানোর পরিকল্পনা। বাস চলবে কিছুটা ডিজেল ও কিছুটা CNG এই দুইয়ের সংমিশ্রণে এমনটাই জানানো হয়েছে নিগমের তরফ থেকে। এর ফলে যেমন একদিকে খরচ কমবে অপরদিকে কমবে পরিবেশ দূষণও। পরীক্ষায় চূড়ান্ত সফল হয়েছেন এমনকি বিজ্ঞানীরাও।আজ ফিরহাদ হাকিম উদ্বোধন করেন পরিবেশবান্ধব সিএনজি বাসের। ফিরহাদ হাকিম একরকম বসেই পড়েন চালকের আসনে। এমনকি তাঁকে দেখা যায় বাস চালাতে। তিনি নিজেই বাস চালিয়ে কিছুটা এগিয়ে যান কসবা পরিবহন থেকে। পরিবহণ দফতরের কর্মীরাও খুশি হয়েছেন পরিবহনমন্ত্রী কে বাস চালাতে দেখে। যদিও তাকে বাস চালাতে দেখা গিয়েছিল কিছুদিন আগে ।

মোদী সরকার তেলের দাম বাড়ালেও পশ্চিমবঙ্গে পরিবহন সমস্যা হবে না:

ফিরহাদ হাকিম এও বলেন যেভাবে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে কিভাবে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের পরিষেবা দেওয়া যায় পরিবহন দপ্তর তারই চেষ্টা চালাচ্ছে। পরীক্ষা করেই যাচ্ছি যাত্রীদের উপর যাতে বোঝা না চাপাতে হয় তার জন্যই। বেশি দূরত্বে যাওয়া যাত্রীবাহী বাসের জন্য একটি বাস করা হয়েছে সিএনজি ও ডিজেলে সমন্বয় রেখে। এই বাসটি যাবে কলকাতা থেকে আসানসোল পর্যন্ত। মোদী সরকারকে নিশানা নিয়ে ফিরহাদ হাকিম আরও বলেন মোদী সরকার যতই তেলের দাম বৃদ্ধি করুক আমাদের পরীক্ষা যদি সফল হয় করতে দেবো না পশ্চিমবঙ্গে কোন পরিবহন সমস্যা। তিনি বলেন এই বাস চলার সময় কোনোভাবেই সমস্যার মধ্যে যাতে পড়তে না হয় দেখা হচ্ছে সেটাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *