এবার তবে কি চতুর্থ ঢেউ আসতে চলেছে? কী বলছেন দেশের তাবড় বিজ্ঞানী
বেস্ট কলকাতা নিউজ : আবার নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে ।এ নিয়ে চিন্তিত এমনকি কেন্দ্রীয় সরকারও। তাহলে কি কোনও সম্ভাবনা রয়েছে চতুর্থ ঢেউয়ের আগমনের ? তা কিন্তু দেখছেন না দেশের তাবড় এক বিজ্ঞানী।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন প্রধান বিজ্ঞানী আর গঙ্গাখেড়কর এই প্রসঙ্গে জানান, এখনও পর্যন্ত কোনও নতুন ভ্যারিয়েন্ট দেখা মেলেনি। কাজেই, এখন কোনও সম্ভাবনা নেই চতুর্থ ঢেউয়ের আগমনের ক্ষেত্রে । তবে, একটা বিষয় আমাদের বুঝতে হবে, গোটা বিশ্বে এই মুহূর্তে BA.2 ভ্যারিয়েন্ট রয়েছে। যেটা প্রতিদিন সংক্রমিত করে চলেছে মানুষকে। তবে এ নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের । যা যা বিধি-নিষেধ রয়েছে তা মেনে চলতে হবে।