এভাবে শেষ করা যাবে না আপকে’, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়ালের তীব্র প্রতিক্রিয়া সিবিআই জেরার পর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : টানা ৯ ঘণ্টা রবিবার ছুটির দিনে সিবিআই আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রাত ৯টা-র কিছু পরেই দিল্লির মুখ্যমন্ত্রী সিবিআই দফতর ছাড়েন । বাইরে উপস্থিত সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করতেই একইসঙ্গে কেজরি কার্যত তুলোধনা করেন বিজেপি আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সংবাদমাধ্যমের সামনে তিনি এও অভিযোগ করেন, আবগারি মামলায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুরোটাই ভুয়ো। গোটাটাই একটা নোংরা রাজনীতির জের।

উল্লেখ্য ,কেজরিওয়াল সিবিআই দফতরে যাওয়ার পরেই তীব্র আলোড়ন তৈরি হয় দিল্লিজুড়ে। রাজঘাটে, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন এবং কার্যালয়ের বাইরে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। কেজরিওয়াল আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি সিবিআই দফতরে যাবেন। এদিকে আম আদমি পার্টির নেতা ও কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে দেন তিনি সিবিআই দফতরে যেতেই।বিক্ষোভ চলাকালীন আটক করা হয় রাঘব চাড্ডা, সঞ্জয় সিং, জেসমিন শাহ-সহ অন্যান্য আপ নেতাদের। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলাম। দিল্লি পুলিশ তারপরও আমাদের গ্রেফতার করেছে। আমাদের অজানা জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের স্বৈরতন্ত্র!’

তার আগে আপ নেতারা সিবিআই কার্যালয় ঘেরাও করার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। কিন্তু, তাঁদের আটকে দেয় দিল্লি পুলিশ। এমনকি দেশজুড়ে জল্পনা তৈরি হয় কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে বলেও । বিভিন্ন বিরোধী দলের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানান এই ঘটনায়। রাতে বেরনোর পর সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আবগারি দুর্নীতি মামলার সাক্ষী হিসেবেই। তাঁকে গ্রেফতার করার কোনও ইচ্ছাই সিবিআই আধিকারিকদের ছিল না। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদের আর প্রয়োজন নেই বলেও খবর সিবিআই সূত্রে।

সিবিআই দফতর থেকে বাড়ির পথে রওনা হওয়ার আগে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, ‘সাড়ে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি ওদের সব প্রশ্নের উত্তর দিয়েছি। ওরা আপকে খতম করে দিতে চায়। এজন্যই আবগারি দুর্নীতির মিথ্যা অভিযোগ করছে। এটা অত্যন্ত নিন্দনীয় রাজনীতি। কিন্তু এভাবে আপকে খতম করা যাবে না। দেশবাসী আপের পাশে আছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *