কলকাতা পুলিশ আত্মহত্যার হাত থেকে যুবককে বাঁচাল ১০০ ডায়ালে ফোন পেয়েই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোন কাজ নেই হাতে। তাই যুবক আত্মহত্যার কথা জানিয়েছিলেন ১০০ ডায়ালে ফোন করে। শেষ অবধি আলিপুর রোডের যুবক প্রাণে বাঁচল লালবাজারের বিশেষ তত্‍পরতায়। আরও জানা গেছে পেশায় গাড়ি চালক ওই যুবক। যুবকের আর্থিক অবস্থা খারাপ ছিল গত বছর লকডাউনের সময় থেকেই । এমনকি কাজও মিলছিল না। সেই একই পরিস্থিতি এবারও। তাই তিনি ভুগছিলেন চরম মানসিক অবসাদে। হঠাত্‍ই ওই যুবক আত্মহত্যার সিদ্ধান্ত নেন মঙ্গলবার সকালে। এরপরই ওই যুবক ১০০ ডায়ালে ফোনও করেন। জানান, আত্মহত্যা করতে যাচ্ছেন তিনি।

এরপরই পারে পুলিশ তাঁর ঠিকানা জানতে ওই যুবকের মোবাইল নম্বরের সূত্র ধরেই। লালবাজারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় আলিপুর থানাকে। যুবককে বের করে নিয়ে আসা হয় আলিপুর রোডে বাড়ির দরজায় ধাক্কা দিয়ে। এরপর যুবককে কাউন্সেলিং করানো হয় আলিপুর থানায় নিয়ে গিয়ে। পুলিশের পরামর্শ, কেউ যদি মানসিক অবসাদে ভোগেন, তিনি যেন সঙ্গে সঙ্গেই ফোন করেন ১০০ ডায়ালে। পুলিশ তাঁকে সহযোগিতা করবে তাঁর পাশে বন্ধু হয়ে দাঁড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *