২০ কোটি ৭০ লাখ হতে পারে ২০২২ সালে বিশ্বে বেকারের সংখ্যা , প্রতিবেদন আন্তর্জাতিক শ্রম সংস্থার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিবেদনে জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালের বেকারের সংখ্যার সঙ্গে যোগ হবে আরো ২ কোটি ১০ লাখ বেকার। বিশ্বে বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে অর্থনীতি পুনরুদ্ধারে ধীরগতি ও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে।

আইএলও সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিবিধির ওপর ভিত্তি করে আশঙ্কা প্রকাশ করেছে, ২০২২ সালে বিশ্বের মোট কর্মঘণ্টা প্রায় ২ শতাংশ কমবে করোনা মহামারির আগের তুলনায় । যা অনুমান করা হয়েছিল ২০২১ সালের জুনে আইএলও এর একটি প্রতিবেদনেও। সে তুলনায় অবস্থার আরও অবনতি হয়েছে এই প্রতিবেদনে।

প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে বৈশ্বিক বেকারত্বের হার ২০২২ সালে ৫.৯ শতাংশে পৌঁছানোর। এটা গত বছরের তুলনায় ৬.২ শতাংশ বেশি। আইএলও মহাপরিচালক গাই রাইডার আরও বলেন,ধীর এবং অনিশ্চিত এই সংকট থেকে পুনরুদ্ধারের পথ । এমনকি এই মহামারি থেকে প্রকৃতপক্ষে পুনরুদ্ধার সম্ভব হবে না বিস্তৃত শ্রমবাজারের পুনরুদ্ধার ছাড়াও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *