এবার দার্জিলিঙের গভীর জঙ্গলে মিলল বাঘের দেখা , ছবি পোস্ট করলেন বনমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহানন্দা অভয়ারণ্যে ফের বাঘের দেখা মিলল দীর্ঘ দু’দশক পর। এদিকে বনদফতরেও ব্যাপক উচ্ছ্বাস ন্যাওড়াভ্যালির পর এবার মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায়। জানা গিয়েছে, গভীর জঙ্গলে ক্যামেরা বসানো হয়েছিল অনুমানের ভিত্তিতেই। আর দক্ষিণরায়ের গতিবিধি ধরা পড়েছে সেই ক্যামেরাতেই। এমনকি নিজের ফেসবুক পেজে মহানন্দা অভয়ারণ্যে ক্যামেরায় ধরা পড়া সেই বাঘের ছবি পোস্ট করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও ।

উল্লেখ্য , শালগুড়া আর্মি ক্যাম্প রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছেই। ওই এলাকাতেই এর আগে বাঘের দেখা মিলেছিল ১৯৯৯ সালে। তারও বছর দশেক পরে ফের একবার বাঘের পায়ের ছাপ দেখা গেলেও জঙ্গলে সন্ধান মেলেনি ডোরাকাটার । তবে এবার গভীর জঙ্গলে বসানো ক্যামেরায় বাঘের সেই ছবি ধরা পড়ল। দার্জিলিং জেলার এই অভয়ারণ্যের মোট আয়তন ১২৭ বর্গ কিলোমিটার। এখানকার ঘন জঙ্গলে দেখা মেলে ভাল্লুক, হরিণের । তবে জঙ্গলে বাঘের দেখা মেলায় বনাধিকারিকরা ভাসছেন চরম উচ্ছ্বাসে ।

প্রসঙ্গত, এর আগে রয়্যাল বেঙ্গল টাইহারের দেখা মিলেছিল ন্যাওড়াভ্যালি ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভে । মহানন্দা অভয়ারণ্যে বাঘ রয়েছে বলে অনুমান করা গেলেও দেখা মেলেনি। এবার পূরণ হল সেই সাধও। এদিকে বনকর্তারা অনুমান করছেন এই জঙ্গলে বেশ কয়েকটি বাঘ থাকতে পারে বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *