কলকাতা স্তব্ধ হতে পারে ২১ জুলাই, এমনকি বন্ধ থাকছে একাধিক নামী স্কুলও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শহিদ দিবস ঘিরে শহর কলকাতায় সাজো সাজো রব। ইতিমধ্যেই প্রশাসনের প্রস্তুতি সারা হয়েছে ২১ জুলাই তৃণমূলের বিরাট সমাবেশ ঘিরে । কলকাতা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করছে বৃহস্পতিবারের আগে থেকেই। কলকাতা ট্রাফিক পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় সবরকম পণ্যবাহী বাহন ঢোকা নিষিদ্ধ বুধবার ভোররাত ৩টে থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ।

এমনকি গাড়ি পার্ক করা যাবে না ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে, এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, কাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে । এছাড়াও শহরে কোনও ট্রাক, ম্যাটাডর ঢুকতে দেওয়া হবে না বৃহস্পতিবার ভোর চারটের পর থেকে রাত আটটা পর্যন্ত । গোটা কলকাতার পুলিশ পিকেট থাকবে ৪০টি পয়েন্টে। বেশ কিছু রাস্তায় থাকবে ডাউভারসন।

এদিকে, কলকাতার অনেক স্কুল বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাপক যানজটের আশঙ্কায়। ২১ জুলাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট জেমস স্কুল, ডন বস্কো স্কুল পার্ক সার্কাস, ক্যালকাটা গার্লস হাই স্কুল, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি, দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক এবং গার্ডেন হাই স্কুলের মতো বেশ কিছু নামী শিক্ষা প্রতিষ্ঠান।এদিকে ডিপিএস রুবি পার্কের প্রিন্সিপাল জয়তী চৌধুরি বলেছেন, “২১ জুলাই স্কুল বন্ধ থাকবে। নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে এমনকি পডুয়াদের কাছে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *