ক্রীসমাস নিয়ে অনাবিল আনন্দে মেতে উঠেছে শিলিগুড়ির মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আর হাতে মাত্র তিনদিন, তারপরেই ক্রিসমাস তাই একটা আলাদা আনন্দ আছেই মানুষের মধ্যে। এবার শিলিগুড়ির মানুষ ক্রিসমাস পালন করছেন আলাদা আলাদা ভাবেই। কেকের রকমারি সম্ভার শিলিগুড়ির এদিক ওদিকে সেজে উঠেছে। সব জায়গায় বিভিন্ন ভাবে তৈরী হচ্ছে ক্রিসমাস কেক। কেকের বাহার এনেছে আর্য বেকারি এবং অন্যান্য বেকারির দোকানগুলি। ক্রিসমাস কেকের জন্য হামলে পড়েছেন সব মানুষ। আট থেকে আশি সব জায়গাতেই দোকানে ভীড় জমিয়েছেন কেক খাবার জন্য। শিলিগুড়ি বরাবরই কেকের জন্য পাগল।এবারও বাদ যায় নি শিলিগুড়ি। সামনেই ক্রিসমাস এবং নিউ ইয়ার সবমিলিয়ে সেজে উঠেছে শহর শিলিগুড়ি। কচিকাচারা বরাবরই কেকের জন্য পাগল। তাই অন্যান্য জিনিসের সাথে কেক নিয়েও মেতে উঠেছেন তারা। সান্টা তাদের কি উপহার দেবেন এটাই এখন জিঞ্জাসা তাদের চোখে মুখে। সবার একটাই কথা এবার কি আসছে ক্রিসমাসের দিনে। ঠান্ডা পড়ার সাথে সাথে কেকের কদরও বেড়েছে শিলিগুড়িতে। তাই সব জায়গার মতন শিলিগুড়ির মানুষও মেতে উঠেছে ক্রিসমাস এবং নিউ ইয়ার ডের জন্য। সবাই চান ওই একটা দিন অন্তত আনন্দ করে কাটাতে। বড় আনন্দের দিন যে ওটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *