জ্বালানির দাম বাড়ল সমস্ত মেট্রো শহরে, টান পড়ল মধ্যবিত্তদের পকেটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ মঙ্গলবার, পয়লা জুন। আবারও পেট্রোল ডিজেলের দাম গিয়ে পৌছালো নতুন শিখরে। কলকাতা সহ সমস্ত মেট্রো শহরে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে গড়ে ২৩ পয়সা করে। মঙ্গলবার কলকাতায় দাম বেড়েছে ২৫ পয়সা। এই দাম বেড়ে আজ শহরে লিটার প্রতি ৯৪.৫০ টাকা হয়েছে পেট্রোলের দাম। লিটারে ২৩ পয়সা বেড়েছে ডিজেলের দাম। আজ কলকাতায় ডিজেলের দাম ঠেকল ৮৮.২৩ টাকা।

মে মাসের শেষ দিন , জুন মাসের প্রথম দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ল পর পর টানা দুদিন। গতকাল কলকাতায় পেট্রোলের দাম বেড়েছিল ২৮ পয়সা। প্রতি লিটারে দাম হয়েছিল ৯৪.২৫ পয়সা করে । ডিজেলের দাম লিটারে বেড়েছিল ২৬ পয়সা। দাম হয় ৮৮ টাকা। আজ মঙ্গলবার ফের দাম বেড়েছে। এর আগে শনিবার পেট্রোলের মূল্য ২৫ পয়সা বেড়েছিল কলকাতায়। দাম হয় লিটারে ৯৩.৯৭ টাকা। ডিজেলের দাম বেড়েছিল ২৮ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হয়েছিল ৮৭.৭৪ টাকা।

এদিকে আজ মঙ্গলবার পয়লা জুন ২০২১ দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৪৯ টাকা, দাম বেড়েছে লিটার প্রতি ২৬ পয়সা। ডিজেলের দাম ৮৫.৩৮ টাকা, দাম বৃদ্ধি ২৩ পয়সা। পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে মুম্বইয়ে। আবার দাম বেড়ে হয়েছে ১০০.৭২ টাকা, দাম বেড়েছে ২৫ পয়সা। ডিজেলের দাম ৯২.৬৯ টাকা, দাম বৃদ্ধি ২৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯৫.৯৯ টাকা, দাম বেড়েছে ২৩ পয়সা। ডিজেলের দাম ৯০.১২ টাকা, দাম বৃদ্ধি ২২ পয়সা। রোজকার পেট্রোল-ডিজেল হারের ওঠানামা মূল্যের প্রভাব সরাসরি পড়ে আমাদের পকেটে। সেই কারণে প্রতিদিন এই হারের পরিবর্তনের দিকে নজর থাকে সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *