ট্রাফিক ওসি প্রাণ হারাল এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ! পরিবার সহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া
বেস্ট কলকাতা নিউজ : সোমবার রাতে পথ দুর্ঘটনায় এক ট্রাফিক ওসির মৃত্যু হল ডিউটি সেরে নিজের বাইকে বাড়ি ফেরার পথে। বছর ৪০-এর মৃত ওই ট্রাফিক ওসির নাম তুহিন ঝাঁ। বীরভূম জেলার বোলপুরের বাইপাসে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, তুহিন বাবু রবীবিথী বাইপাসের একটি ডিভাইডারে ধাক্কা মারে রাস্তায় ছিটকে পরেন ডিউটি সেরে নিজের বাইকে বোলপুর থেকে কাশিপুরে নিজের বাড়িতে ফেরার পথে ।রাত বেশি না হওয়ায় স্থানীয়রা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বোলপুর থানার ট্রাফিক ওসি তুহিন বাবুকে। পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ সহকর্মীদের মধ্যে।