ভাবছেন ভ্যাপসা গরমে কোথায় বেড়াতে যাবেন? জেনে নিন সেরা ৫ টুরিস্ট স্পটের হদিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পাঁচটি সেরা টুরিস্ট স্পট কিন্তু রয়েছে আপনার অপেক্ষাতেই।

দার্জিলিং: বাঙালির প্রিয় ঠাণ্ডার জায়গা মানেই দার্জিলিং। সেখানেই কিছুদিনের জন্য ছুটি কাটিয়ে আসতে পারেন‌ এই ভ্যাপসা গরমে। এতে শরীর ও মন দুইই ফুরফুরে হয়ে যাবে।দার্জিলিং যাওয়ার জন্য খুব বেশি খরচেরও আশঙ্কা নেই। ফলে সস্তায় বেশ ভালোই ঘোরাঘুরি হবে।

ডালহৌসি: হিমাচল প্রদেশের অন্যতম বিখ্যাত পর্যটনের জায়গা হল ডালহৌসি। প্রতি বছর এই পাহাড়ি এলাকায় ঘুরতে যান পর্যটকদের একটি বড় অংশ । গরমের থেকে রেহাই পেতে কিছুদিন আপনিও ডালহৌসিতেই কাটিয়ে আসতে পারেন।

গ্যাংটক:উত্তর পূর্ব ভারতের আরেকটি‌ সুন্দর ভ্রমণ স্থান হল গ্যাংটক। সেখানেই যেতে পারেন গরমের এই আবহাওয়ায়। আপনার শরীর ও মন দুইই চাঙ্গা হয়ে উঠবে সিকিমের রাজধানীতে পৌঁছালে।

লাদাখ: স্বপ্নের ভ্রমণস্থান বলতেই মনে পড়ে লাদাখের কথা? এই গরমেই তাহলে বেরিয়ে পড়ুন তার উদ্দেশ্যে। কাশ্মীরের এই বিখ্যাত স্থানে গেলে ফিরবেন আকাশছোঁয়া ভালো লাগা নিয়ে। আজীবন থেকে যাবে সেই স্মৃতি।

মানালি: মানালিও বেছে নিতে পারেন আপনার সামার ডেস্টিনেশন হিসেবে‌।হিমাচল প্রদেশের এই শহর এখন তাপমাত্রা ২২ ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থিত্‍ মনোরম আবহাওয়ায় বেশ ভালোই কাটবে ছুটির দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *