দুই শিশু বোমা ফেটে ঝলসে গেল ভাঙড়ে, কলকাতায় স্থানান্তর চরম আশঙ্কাজনক অবস্থায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শৈশব আক্রান্ত হল ভোটের দিনেও। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে দুই শিশু গুরুতর আহত হয় । ঘটনাস্থল আবারও সেই ভাঙড়। শনিবার সকালে ভাঙড়ের ছয়ানিতে বল ভেবে খেলতে গিয়ে আহত হয়েছে দুই শিশু। শিশুপুত্রের বয়স ৭ বছর। ৪ বছরের একটি বাচ্চা মেয়েও মারাত্মক আহত হয়েছে। তার মধ্যে ছেলেটির আঘাত গুরুতর। চরমআশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় জিরানগাছা হাসপাতালে । অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হয়।

উল্লেখ্য ,রাতভর উত্তপ্তছিল ভাঙড়ের বিভিন্ন এলাকা । রাতভর চলে বোমাবাজিও । গ্রামবাসীদের কথায়, বোমার শব্দে সারা রাত চোখের পাতা এক করতে পারেননি তাঁরা। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে হানাহানি। মনোনয়ন পর্ব থেকে যে অশান্তির অধ্যায় শুরু হয়েছিল, তা এখন রীতিমতো ক্লাইম্যাক্সে। সকালে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল দুই শিশু। ঝোপের মধ্যে দুটি সুতোলি পাকানো ‘বল’ পড়ে থাকতে দেখেছিল শিশু দুটি। বছর সাতেকের ছেলেটা স্বভাবসিদ্ধভাবেই বল ভেবে সেই সুতোলির গোল্লা হাতে তুলে নেয়। স্থানীয় বাসিন্দারা জানান , তাঁরা আচমকাই বিকট শব্দ শুনতে পান । দৌড়ে ঘরের বাইরে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু। তাদের মুখের একপাশে ঝলসে গিয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে স্পর্শকতার ভাঙড়ে বাহিনীর কড়া নজরদারির কথা ছিল। পুলিশেরও সক্রিয় থাকার কথা ছিল। তারপরও কেন আক্রান্ত হতে হল শৈশবকে। উঠছে প্রশ্ন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *