নদিয়ার ধুবুলিয়ায় আয়োজিত হল ড্রাগ বর্জন সেমিনার ও সম্মান জ্ঞাপন অনুষ্ঠান এর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জাতীয় ও সামাজিক সুরক্ষা ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে এনএসএস কলকাতার আঞ্চলিক অধিদপ্তর আয়োজিত ড্রাগের অপব্যবহার প্রতিরোধ সম্পর্কিত এক দিনের সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হল নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনে। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত দপ্তর ,ভারত সরকার।এই সেমিনারে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে পশ্চিমবঙ্গের ‘ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির এন এস এস সেলের স্বীকৃতিপ্রাপ্ত নদীয়া জেলার ছয়টি পৃথক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ১৬৮জন স্বেচ্ছাসেবক। এনআইএসডি’র প্রশিক্ষক অমিত বিশ্বাস উপস্থিত ছিলেন এই বিষয়ে মূল বক্তা হিসাবে। তিনি সাবলীল ভাবে পুরো বিষয়টি উপস্থাপন করেন ছাত্র-ছাত্রীদের সামনে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী লোকনাথ সমাদ্দার ও প্রধান শিক্ষক নূর মোহাম্মদ খান।প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বিদ্যালয় যারা ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এন এস এস বিভাগ ও সম্বন্ধ হেলথ ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বর্ণ ও রৌপ্য পদক দ্বারা সম্মানিত হয়েছে তামাক বিরোধী প্রচারে সক্রিয় ভূমিকা গ্রহণ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *