হাইকোর্ট সামান্য পরিবর্তন করল পুজো মামলার রায়ে, পুনর্বিবেচনা পুজো কমিটিগুলির আবেদনের প্রেক্ষিতেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গত পরশু সোমবার কলকাতা হাইকোর্ট ঘোষণা করেছিল পুজো সংক্রান্ত মামলার এক ঐতিহাসিক রায়। উচ্চ আদালত এমনকি সুস্পষ্ট করেও জানিয়ে দিয়েছিল,দর্শকশূন্য রাখতে হবে পুজো মণ্ডপ। আজ বুধবার হাইকোর্ট সামান্য পরিবর্তন আনলো সেই রায়েরই। আজই রিভিউ পিটিশনের শুনানি হয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। বিচারপতিরা তাঁদের পূর্বতন রায় পুনর্বিবেচনা করে সামান্য পরিবর্তন করেছেন ওই শুনানির পরেই। তাতে এও বলা হয়েছে, ঢাকিরা থাকতে পারবেন নো এন্ট্রি জোন তথা প্যান্ডেলের মধ্যেই। তা ছাড়া বড় পুজোগুলোর মণ্ডপে থাকতে পারবেন কমিটির সর্বাধিক ৬০ জন সদস্য। একসঙ্গে সর্বোচ্চ মণ্ডপে ঢুকতে পারবেন ৪৫ জন দর্শনার্থী।

প্রসঙ্গত ,গত সোমবার বিচারপতিরা যে রায় ঘোষণা করেছিলেন তাতে বলা হয়েছিল, সর্বাধিক ১৫ জন সদস্য মণ্ডপে প্রবেশ করতে পারবেন বড় পুজো কমিটিগুলির ক্ষেত্রে। এদিন বদল করা হয়েছে সেই সংখ্যাটাই। তা ছাড়া আদালত আগে এও জানিয়েছিল, ওই ১৫ জনের তালিকা কোনো ভাবেই পরিবর্তন যোগ্য নয়। বদল করা যাবে না এমনকি রোজ রোজও। তবে বিচারপতিরা আরও জানিয়েছেন, রোজ সকাল বদল করা যাবে ৬০ জনের তালিকা। সকাল ৮ টার মধ্যে পুলিশকে দিতে হবে এমনকি নতুন তালিকাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *