পুলিশ সক্রিয় হচ্ছে বেআইনি বাইক-ট্যাক্সি রুখতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার রাজ্য পরিবহন দপ্তর পদক্ষেপ নিতে চলেছে বেআইনি বাইক-ট্যাক্সি বন্ধ করতে। আগেই পুলিশ-প্রশাসন তৎপর হয়েছিল বাইক-ট্যাক্সিগুলির পারমিট যাচাইয়ের জন্য। আরও অভিযোগ, পুলিশ-প্রশাসনকে কার্যত এক রকম বুড়ো আঙুল দেখিয়ে এইসব বাইক-ট্যাক্সি রমরমিয়ে বেআইনি ভাবে ব্যবসা করে চলেছে শহরে।শহরজুড়ে এখন চালু আছে দু-একটি আপ ক্যাব সংস্থার বাইক-ট্যাক্সি পরিষেবা । হাতে গোনা কয়েকটি বাইক ছাড়া হাজার হাজার বাইক-ট্যাক্সির কোনও রকম আইনগত কাগজ পত্র নেই বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়ার জন্য। অধিকাংশ সময়ই কিছু বাড়তি টাকার জন্য কলেজের ছাত্ররা এই কাজের জন্য ব্যবহার করে থাকেন ব্যক্তিগত স্কুটি বা মোটরবাইক। এই ব্যাপারে বেঙ্গল ট্যাক্সি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, “শহর কলকাতায় বাইক-ট্যাক্সি রয়েছে হাজার হাজার৷ যার মধ্যে শুধু ৩০ থেকে ৪০ টির প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ পারমিট ও অফার লেটার রয়েছে । বাকিগুলি সবই বেআইনি ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *